
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » প্রযোজক-অভিনেতা নজরুল রাজ আটক
প্রযোজক-অভিনেতা নজরুল রাজ আটক
Bijoynews :
নায়িকা পরীমণিকে আটকের পর অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র্যাব) সদস্যরা। রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অভিযানের পর আটক করা হয়েছে নজরুল রাজকে। জানা যায়, পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।