
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » আজব দুনিয়া | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | রাজনীতি | শিরোনাম » কলেজ ছাত্রকে বিয়ের দা’বিতে পাঁচ সন্তানের জননীর অনশন
কলেজ ছাত্রকে বিয়ের দা’বিতে পাঁচ সন্তানের জননীর অনশন
Bijoynews :
বিয়ের দা’বিতে পটুয়াখালীর দশমিনায় কলেজছাত্র প্রেমিকের বাড়িতে অব’স্থান নিয়েছে পাঁচ সন্তানের এক জননী। ওই নারীর নাম মু’ক্তা বেগম (৩৫)। এই ঘ’টনা ছ’ড়িয়ে পড়ার পর উপজে’লার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মৃধা বাড়িতে উৎসুক মানুষেরা ভীড় জমাচ্ছে। তবে বৃহস্পতিবার (২০ মে) থেকে ওই নারীর সন্ধান মি’লছে না। সংশ্লি’ষ্টরা বলছেন- ওই নারীর স্বামী চট্টগ্রামে চাকুরি করেন। স্বামীর অবর্তমানে প্রতিবেশি মো. দলু উদ্দিনের ছেলে রুবেল মৃধার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে মু’ক্তা। রুবেল পটুয়াখালী সরকারি কলেজে’র শিক্ষার্থী বলে জা’না গেছে। কিছুদিন না যেতেই রুবেল-মু’ক্তা ওই ইউনিয়নের আমতলা বাজারের ভাড়া বাসায় একই সাথে বসবাস শুরু করেন। এতে মু’ক্তা গর্ভবতী হয়ে পরে। কিন্তু রুবেলের অনুরো’ধে দুই মাসের ভ্রুণ ন’ষ্ট করে দেয় মু’ক্তা।
ওই স’স্পর্কের সুত্র ধ’রে মু’ক্তা রুবেল মৃধার নিজ বাড়িতে অব’স্থান নেয় এবং অনশন শুরু করে। এসময় রুবেলের পরিবারের কাছে মু’ক্তা বিয়ের দা’বি জা’নায়। অন্যদিকে রুবেল মৃধার পক্ষে ওই ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আমিনুল ইসলাম মু’ক্তা ও তার স্বামী সবিরকে ভ’য়-ভীতি দেখায় বলে অ’ভিযোগ ওঠে। পরদিন সকালে মু’ক্তার স্বামী সবির প্রেমিক রুবেল মৃধার বাড়িতে গিয়ে স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে গেলে ব্য’র্থ হন।
পরে ওই রাতেই যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম গং মু’ক্তাকে খোজাখুঁজি শুরু করে । এরপর থেকেই মু’ক্তা নিখোঁজ হয় বলে দা’বি করেন স্থা’নীয়রা। এরপর উধাও হয় প্রেমিক রুবেল মৃধাও।
ওই ওয়ার্ডের সাবেক মেম্বার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ দিনার জা’নায়- তার সাথে রুবেলে কথা হলে প্রসঙ্গক্রমে রুবেল ওই নারীর স’ঙ্গে তার পরকীয়ার বিষয়টি স্বী’কার করে। রুবেলের মা রোমেনা বেগম বলেন, ‘ছেলেকে অনেক বুঝিয়ে ওই পথ থেকে ফি’রে আসতে অনুরো’ধ করছি, কিন্তু শোনেনি।’
এ প্রস’ঙ্গে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমা’র বি’রুদ্ধে অপপ্র’চার করছে একটি মহল। এ বিষয় আমি কিছুই জানি না।’
দশমিনা থা’নার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন বলেন, ‘ঘ’টনাটি আমা’র জা’না নেই। এ বিষয় কোন অ’ভিযোগ পাইনি, আমি এখনই ঘ’টনাস্থলে পু’লিশ পাঠাচ্ছি