
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র দৃষ্টি আকর্ষণ
জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র দৃষ্টি আকর্ষণ
প্রেসবিজ্ঞপ্তি : কুষ্টিয়াতে এ পর্যন্ত ৫৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোগীর অভিভাবকরা হাসপাতাল কর্তৃপক্ষের নানা অবহেলার অভিযোগ করছে।
কুষ্টিয়া মনির অক্সিজেনের এক সিলিন্ডারের মূল্য ১৬৮ টাকা অথচ সেই একই সিলিন্ডার যশোর থেকে আনা হচ্ছে ৪৫৮ টাকায় । তা হলে অতিরিক্ত ২৯০ টাকা যাচ্ছে কার পকেটে ? করোনা রোগীদের খাওয়ার মান নিয়ে নিউজ করেছে দৈনিক সমকাল । সেখানে বলা হয়েছে রোগীদের জন্য ৩০০ টাকা বরাদ্দ থাকলেও ১২০ টাকা যাচ্ছে ঠিকাদারের পকেটে ।
ইতোমধ্যে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের অনিয়ম দুর্নীতি তুলে ধরে দৈনিক যুগান্তর,দৈনিক সমকাল , দৈনিক আমাদের সময় ও দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়েছে । কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষের উপর শুধু রোগীর অভিভাবকরা নয়, কুষ্টিয়াবাসীও চরম ক্ষুদ্ধ ।
আমাদের জানা মতে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি,কুষ্টিয়াবাসীর আস্থার স্থল , জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের উত্তম চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন। চিকিৎসার ব্যাপারে তিনি কোন ঘাটতি রাখেননি ।
তা হলে রোগীরা কেন উত্তম চিকিৎসা সেবা পাচ্ছে না । রোগীর অভিভাবকরা কেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর চরম ক্ষুদ্ধ । হাসপাতাল থেকে লাশ বের করে নেয়ার সময় কেন তারা হাসপাতাল কর্তৃপক্ষকে গালিগালাজ করছে । কেন তারা দিচ্ছে অভিশাপ ?
বিষয়টির প্রতি দ্রুত সুদৃষ্টি দেয়ার জন্য আমরা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র প্রতি অনুরোধ জানাচ্ছি ।