
সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক ৩৯ মামলায় ৩১ হাজার ৮শ’ টাকা জরিমানা
গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক ৩৯ মামলায় ৩১ হাজার ৮শ’ টাকা জরিমানা
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ দেশজুড়ে মহামারি করোনাভাইরাস সংক্রমন বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে রয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসন।
সোমবার (২ আগস্ট) রাত ৮টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরসহ সকল উপজেলায় দিনভর ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় চলমান লকডাউনে সরকারী বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক ৩৯ মামলায় ৩১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা কালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গাইবান্ধায় করোনায় আরো ১ জনের
মৃত্যু : নতুন শনাক্ত ৪৪
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ৩৬ জন। করোনায় মৃত জয়নব বেগম (৬৫)-এর বাড়ী সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন, যা আগের দিনের তুলনায় কম। আগের দিন নতুন আক্রান্ত হয়েছিলেন ৫১ জন। নতুন ৪৪ জনসহ এনিয়ে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯৫ জন। এরমধ্যে ২ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
নতুন করে শনাক্ত ৪৪ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ৮, সদরে ২২, ফুলছড়িতে ৩, সুন্দরগঞ্জে ২, সাঘাটায় ২, পলাশবাড়ীতে ৩ ও সাদুল্লাপুর উপজেলায় ৪ জন রয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।
লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে
গোবিন্দগঞ্জে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোভিড-১৯ কঠোর লকডাউন বাস্তবায়নে মালি, ফেরিওয়ালা ও কুলি শ্রমিকের ২শ’ ৯০ পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।।
সোমবার (২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা ত্রাণ ও পুনর্বাস কর্মকর্তা ইদ্রিস আলী ভূইয়া, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ। এসময় উপজেলা প্রশাসনের অপরারপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের
অভিযানে ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের সোমবার (২ আগস্ট) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে এসআই বেলাল হোসেন সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে পৃথক ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
প্রশাসনিক টিম এসময় সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।