
সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » আফগানিস্তানের প্রধান তিন শহর ঘেরাও করল তালেবান, চলছে লড়াই
আফগানিস্তানের প্রধান তিন শহর ঘেরাও করল তালেবান, চলছে লড়াই
Bijoynews :
আফ’গানিস্তানের প্রধান তিন শহর হেরাত, লস্কর গাহ ও কান্দার ঘেরাও করেছে তালেবানরা। শহর তিনটি দখলে নিতে সরকারি বা’হিনীর সঙ্গে ব্যাপক লড়াই চালিয়ে
যাচ্ছেন তারা। দুই পক্ষের ‘সং’ঘর্ষে প্রা’ণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে লস্কর গাহ শহরের বেশিরভাগ এলাকা তা’লেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। দুই পক্ষের তীব্র ল’ড়াইয়ের কারণে শহর তিনটিতে
তীব্র মানবিক সং’কট দেখা দিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। দ্রুত সং’ঘাত বন্ধ করে এসব এলাকায় ত্রা’ণ সরবরাহ করা জরুরি বলেও জানানো হয়। এদিকে লস্কর গা শহরের একটি বেসরকারি হাসপাতালে
বিমান হা’মলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। এতে একজন নি’হত ও তিনজন আহত হয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছে আফগান সামরিক বাহিনী।
তাদের দাবি, ওই হাসপাতালে আহ’ত তালেবান সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে হাসপাতালটির মালিক তা অস্বীকার করেছেন। সূত্র : বিবিসি