
রবিবার, ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ কিমের
জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ কিমের
Bijoynews :
উত্তর কোরিয়ার একটি তেলবাহী জাহাজ জব্দ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আইন মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। এদিকে, উত্তর কোরীয় নেতা কিম জং উন তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
উত্তর কোরীয় নেতা কিম জং উন
জানা যায়, যুক্তরাষ্ট্র সরকারের আইন মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, জব্দ করার সময় জাহাজটি তেলজাতীয় পণ্য নিয়ে উত্তর কোরিয়ায় যাচ্ছিল। দেশটির নামপো বন্দরে এই তেল খালাস করার কথা ছিল। তবে সিঙ্গাপুরের মালিকানাধীন ওই জাহাজটি ২০২০ সালের মার্চ মাসে জব্দ করা হলেও গতকাল ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ADVERTISEMENT
মার্কিন আইন মন্ত্রণালয়ের ওই বিবৃতির বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশ অনুসারে কম্বোডিয়া কর্তৃপক্ষ ২০২০ সালের মার্চ মাসে জাহাজটি জব্দ করে। মার্কিন কর্তৃপক্ষ এতদিন বিষয়টি গোপন রেখেছিল। তবে দেশটির ফেডারেল আদালতে গতকাল থেকে এ বিষয়ে বিচার শুরু হয়েছে। এর পরই বিষয়টি প্রকাশ করা হলো।
জব্দ করা সেই জাহাজ
অন্যদিকে, নিজের সামরিক বাহিনীর কর্মকর্তাদের যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী মাসে যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। তার আগে সেনাবাহিনীকে এমন নির্দেশ দিলেন কিম। অবশ্য জাহাজ জব্দের সঙ্গে কিমের এই নির্দেশের কোনো যোগসূত্র আছে কি না- তা স্পষ্ট নয়।