
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিক্ষা সংবাদ | শিরোনাম » আদিবা প্রাথমিক শিক্ষা সমাপনীতে GPA-5 পেয়েছে
আদিবা প্রাথমিক শিক্ষা সমাপনীতে GPA-5 পেয়েছে
Bijoynews :
সদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হুমায়রা ইসলাম আদিবা জিপিএ পাঁচ পেয়েছে। সে কুষ্টিয়া জেলা স্কুল থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে এ কৃত্তিত্বপূর্ণ ফলাফল অর্জণ করে। ভবিষ্যতে সে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ সেবায় আগ্রহী। আদিবা হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রা্মের শতবর্ষী ব্যক্তি গোলাম রব্বানী’র পৌত্রী। তার বাবা ডা. নজরুল ইসলাম একজন বিশিষ্ট হোমিও চিকিৎসক এবং মাতা জেসি ইসলাম একজন সুগৃহীনি। সে সকলের দোয়া প্রত্যাশী।