
সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারে বানর দেখিয়ে চলছে প্রতারনামূলক চিকিৎসা
ডোমারে বানর দেখিয়ে চলছে প্রতারনামূলক চিকিৎসা
রুহানা ইসলাম ইভা.ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার গ্রামাঞ্চল এলাকাগুলোতে বানর দিয়ে কবিরাজি করার নাম করে মানুষকে বোকা বানাচ্ছে যশোরের এক প্রতারক কবিরাজ ওয়াসিম (৪৫) নামে এক ব্যক্তি। রবিবার সকাল ১১ টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি খানকা শরীফ এলাকায় ওয়াসিম তার বানর নিয়ে এসে কবিরাজি করার নাম করে চাঁদা তুলে। শরীরের বিভিন্ন ব্যথ্যাজনিত স্থানে বানর দিয়ে ঝাড়-ফুক করে মানুষদের কাজ থেকে ২০০/৩০০ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যপারে উক্ত বানর কবিরাজ ওয়াসিমের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কিছুই জানেনা। বানর দিয়ে তিনি এই প্রতারনার ব্যবসাটি করে আসছেন প্রায় ১০/১২ বছর থেকে। তবে এই এলাকায় তিনি আর কোনদিন প্রবেশ করবেন না মর্মে কথা দিয়ে সটকে পরেন। অপরদিকে, গ্রামবাসী জানান প্রায় ৩ ঘন্টা পূর্বে উক্ত বানর কবিরাজ এই গ্রামে প্রবেশ করে বেশকিছু মহিলাদের কোমর ও হাটু ব্যথার ঔষধ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছে।