
সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » তালেবানদের কাছে সীমা’ন্তে হেরে পাকি’স্তানে আশ্রয় চাইছে আফগান সেনারা
তালেবানদের কাছে সীমা’ন্তে হেরে পাকি’স্তানে আশ্রয় চাইছে আফগান সেনারা
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান-পাকি’স্তান সীমা’ন্তে তালেবানদের কাছে হেরে অন্তত ৪৬ জন আফগান সেনা পাকি’স্তানের কাছে আশ্রয় চেয়েছে। আজ সোমবার পাকি’স্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে তারা জানায়, আফগান সামর’িক কমান্ডার উত্তরের চিত্রাল সীমা’ন্ত পারাপার ও আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন।
গত মে মাস থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকেই আফগানিস্তানে আবারও নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছে তালেবানরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। অনেক স্থানে পিছু হটতে বাধ্য হচ্ছে আফগান সরকারি বাহিনী। সাম্প্রতিক স’প্ত াহগু’লোতে আফগানিস্তানের সীমা’ন্তবর্তী অঞ্চলে তালেবানদের কাছে নিয়ন্ত্রণ হারানোর পর তাজিকি’স্তান, ইরান ও পাকি’স্তানে পালিয়ে গেছেন শতাধিক আফগান সৈনা ও বেসামর’িক কর্মক’র্তা। সূত্র: রয়টার্স।