
সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | স্বাস্থ্য সংবাদ » ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ ১১ জেলা
‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ ১১ জেলা
Bijoynews : এখন আর রাজধানীকেন্দ্রিক ‘হটস্পট’ নয় বরং সারাদেশেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে কর্তৃপক্ষও নতুন করে বিভিন্ন জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করছেন। চলতি জুলাই মাসের শুরু থেকে অন্তত ২১টি জেলায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এর মধ্যে ১১টি জেলার অবস্থা রীতিমতো বিপজ্জনক।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই ১১টি জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। শহর বা পৌরসভার তুলনায় জেলাগুলোর গ্রামে সংক্রমণ ৭৫ শতাংশেরও বেশি। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, গাইবান্ধা, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
বিশ্ব স্থাস্থ্য সংস্থা এবং দেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এই ১১টি জেলা রয়েছে ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায়। কুমিল্লায় গত ৩ সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২৬ শতাংশ। প্রায় একই অবস্থা ভোলাসহ অন্যান্য জেলাগুলোর। সংক্রমণ এবং মৃত্যুর হারে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা জেলা। ইতোমধ্যে জেলাটিতে ৪ লাখের বেশি মানুষকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলছেন- ভয়ের কারণ হলো, সংক্রমণ এখন প্রত্যন্ত গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে। শহরের মানুষকে কিছুটা হলেও বিধিনিষেধ মানানো যায়। কিন্তু গ্রামে সেটা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাজারে হয়তো কয়েক হাজার মানুষ জমা হয়েছেন, কিন্তু তাদের মধ্যে মাস্ক পরেছেন মাত্র ৫ জন!
তিনি আরও বলেন, গ্রামের মানুষকে সতর্ক করাই এখন বড় চ্যালেঞ্জ। তারা স্বাস্থ্যবিধি যেমন মানতে চায় না, তেমনি ভ্যাকসিন নিতেও খুব একটা আগ্রহী নয়। আবার প্রত্যন্ত গ্রামে আইনশৃঙ্খলার তৎপরতাও সম্ভব নয়। সবমিলিয়ে গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এর মোকাবেলায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।