
রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রাজনীতি » সকাল বেলা ভয়াবহ বাস দূর্ঘটনা, প্রান গেল ৬ জনের
সকাল বেলা ভয়াবহ বাস দূর্ঘটনা, প্রান গেল ৬ জনের
Bijoynews : রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন=যাত্রীবাহী বাসের লকারে ৩৯টি ছাগল পরিবহনের ঘটনায় দুই ছাগল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ ও গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকার মোয়াজ্জেম হোসেন ও জেলার গাবতলী উপজেলার জোড়গাছা এলাকার জিন্নাহ মিয়া। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাতে দিনাজপুর থেকে নওশীন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল।
বাসটি বগুড়ার উপর যাওয়ার সময় মহাস্থানের চন্ডিহারা নামক স্থানে বাসে মালপত্র রাখার লকারে গাদাগাদি করে ৩৯টি ছাগল তোলা হয়। বর্বরোচিত উপায়ে লকারের মধ্যে দীর্ঘ সময় ঠাসাঠাসি করে আটকে রেখে পরিবহন করায় অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো। বাসটি ৩৬ ঘণ্টা পর সিলেট পৌঁছলে ছাগলগুলোকে বাস থেকে নামানো হচ্ছিল। সেখানকার কায়েকজন সংবাদকর্মী বিষয় টের পেয়ে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয় ১৬ জুন।
সংবাদটি পুলিশ হেড কোর্য়াটারের নজরে আসলে দিনাজপুর জেলার সদর থানার ওসিকে এ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। প্রাথমিক তদন্তে দিনাজপুর সদর থানার ওসি নিশ্চিত করেন বাসটি তার এলাকা থেকে ছেড়ে গেলেও বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় যাত্রা বিরতির সময় ওই বাসে ছাগলগুলোকে তোলা হয়। এর পরপরই বিষয়টি শিবগঞ্জের ওসিকে জানানো হয়। অপরাধীদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।