
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রাজশাহী | শিরোনাম » লালপুরের পদ্মা নদীতে নৌকা ডুবি, ৬জন নিখোঁজ
লালপুরের পদ্মা নদীতে নৌকা ডুবি, ৬জন নিখোঁজ
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে বিলমাড়িয়া বাজার সংলগ্ন নদীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে। মোহরকয়া গ্রামের তীরে উঠা শ্রমিক সাইফুল ইসলাম (২৫) ও বাবর মালিথা (৫০) জানান, সকালে নওশারা সুলতানপুর পদ্মার চরে কাজে যাওয়ার সময় লালপুরের বিলমাড়িয়া ঘাটে পদ্মা নদীতে অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝি মোহরকয়া গ্রামের রাহাত আলীর পুত্র বিষু সহ শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এ পর্যন্ত ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছে।
লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মোহরকয়া গ্রামের মোহাম্মদ তালুকদারের পুত্র ভাসান আলী (৩২), কম্বোর পুত্র বেলাল হোসেন (৫০), মসলেম আলীর পুত্র আরজেত আলী (৪৩), চকবাদকয়া গ্রামের লালচাঁদ আলীর পুত্র জামাল উদ্দিন (৪২), রহমান শেখের পুত্র চান্দের আলী (৫৫) ও বড়বাদকয়া গ্রামের নাছিম উদ্দিনের পুত্র জামরুল ইসলাম (৪৫) নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানান। নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরীদল, লালপুর ফায়ার সার্ভিস ও উপজেলা প্রসাশন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
অভিজ্ঞ মহল জানান, সর্বোচ্চ ৫০জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকাটিতে শতাধিক যাত্রী বহন করায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরী দলনেতা ওমর ফারুকের তথ্যমতে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি, তবে তিনটি লুঙ্গি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।