
রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ জগত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় | স্বাস্থ্য সংবাদ » মন্তব্য প্রতিবেদন : ডা. তাপসের চামচাদের কান্না থামছে না !
মন্তব্য প্রতিবেদন : ডা. তাপসের চামচাদের কান্না থামছে না !
বিজয় নিউজ : ডা. তাপস দীর্ঘদিন কুষ্টিয়াতে চাকরি করার কারণে তিনি বে-পরোয়া হয়ে ওঠেন । মেতে ওঠেন দুর্নীতিতে । হাসপাতালের টয়লেটে বদনা পর্যন্ত নেই । হরিনারায়ণপুরের একটি ক্লিনিকের মালিক,কুষ্টিয়ার দুটি ক্লিনিকের পার্টনার । যারা তার জন্য কান্না কাটি করছেন হয়তো তাদের ব্যক্তিগত কোন স্বার্থ আছে ! ডা. তাপসের দুর্নীতি তুলে ধরে আমি সিরিজ নিউজ করেছিলাম । তিনি এক পর্যয়ে বলেছিলেন আপনি যতই নিউজ করেন প্রধানমন্ত্রীও আমাকে বদলী করতে পারবে না। তার শিকড় কত গভীরে তার ঐদ্ধত্যপূর্ণ এই বক্তব্যই প্রমাণ করে।
কুষ্টিয়ায় স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত তারা বলছেন ডা. তাপস কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ১২টা বাজিয়েছেন ।
কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে যে কত মধু আছে তা ডা. তাপসই ভালো জানেন। তিনি কয়েক মাসের মধ্যে আবার যে কুষ্টিয়ায় ফিরে আসবেন না তা জোর করে বলা যায় না ।
আমি বিশ্বাস করি কুষ্টিয়াবাসীর স্বার্থ-এ সাংবাদিকরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিউজ করবেই আর সাংঘাতিকরা দুর্নীতিবাজদের জন্য কান্না-কাটি করবে তাতে কোন সন্দেহ নেই ।
দোয়া করি সাংঘাতিকরা প্রকৃত সাংবাদিক হোক আর নিপাত যাক দূর্নীতিবাজরা ।
আমি ধন্যবাদ জানাই আমিনুর রশীদসহ কুষ্টিয়াবাসীর পক্ষে যারা দুর্নীতিবাজ ডা. তাপসের বদলীতে খুশি হয়েছেন তাদেরকে ।
ধন্রবাদান্তে-
শামসুল আলম স্বপন
সভাপতি
কুষ্টিয়া সিটি প্রেসক্লাব ।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯