
শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারের মির্জাগঞ্জ বাজার এলাকায় রেলের জমি দখলের মহাৎসব
ডোমারের মির্জাগঞ্জ বাজার এলাকায় রেলের জমি দখলের মহাৎসব
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন সংলগ্ন মির্জাগঞ্জ বাজার এলাকায় একটি কুচক্রি মহল রাতের আধাঁরে রেল বিভাগের জমিতে থাকা মূল্যবান একটি গাছ কর্তন করে সেই গাছের স্থানে জমি দখল করে পাকাঘর নির্মাণ করে ব্যবসা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অভিযোগে বাংলাদেশ রেলওয়ে বিভাগের সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে সবকিছু দেখে অপরাধীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া আঃশ্বাস দিয়েই চলে যান। অথচ সেই প্রশাসনকে হাত রেখে রেলের জমি দখল করে পাকাঘর নির্মাণ করছে। এতে করে এলাকার এই কুচক্রি মহলটি প্রশাসনের ছত্রছায়ায় থেকে রেলের জমি দখল করার মহাৎসবে মেতে উঠেছে। এলাকাবাসী বলছে, অপরাধ করে সাজা না পেয়ে জিআরপি পুলিশকে হাতে রেখে রেলের জমি দখল করে কিভাবে ব্যবস্থা প্রতিষ্ঠান নির্মান করছে।
জানা গেছে, গত ১২ই নভেম্বর ২০২০ইং রাতের আধাঁরে মির্জাগঞ্জ বাজার এলাকার এক প্রভাবশালী ঔষধ ব্যবসায়ী রেল বিভাগের জমিতে থাকা একটি মূল্যবান জামগাছ কেঁটে ফেলে। এ ব্যপারে এলাকার মহৎ ব্যক্তিরা রেলের উর্ধ্বতন কর্মকর্তা সহ সৈয়দপুর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জিআরপি থানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে চলে যান। সেই সুযোগে অপরাধী পুলিশ প্রশাসনের সঙ্গে গোপনে যোগাযোগ করে গাছ কেঁটে ফেলার দায়ে শাস্তি পাওয়া তো দুরের কথা, বর্তমানে সেই ব্যক্তি রেলের সেই গাছের স্থানেই পাকাঘর নির্মান করে বিলাস বহুল ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করে যাচ্ছে।
এলাকার সচেতন মহল রেল বিভাগের উর্ধ্বতন কর্তিপক্ষ ও বাংলাদেশ রেল বিভাগের জিআরপি পুলিশের উর্ধ্বতন কর্তিপক্ষের এ ব্যপারে সু-দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছেন।