
শুক্রবার, ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » মহেশপুরে গাজা ও মদসহ এক ব্যক্তি র্যাবের হাতে আটক
মহেশপুরে গাজা ও মদসহ এক ব্যক্তি র্যাবের হাতে আটক
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহেরর মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯’শ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ছিনাইদহ র্যাব। দেলোয়ার মহেশপুরের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদক কেনাবেচার খবর পেয়ে গ্রামে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৬.৯ (ছয় কেজি নয়শত গ্রাম) গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।
ঢাকার উত্তরা পশুহাটে আব্দালপুর ও তৈলটুপি গরু বিক্রেতাদের মধ্যে সংঘর্ষে আহত ৫ -আটক ২
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার উত্তরা কুরবানির পশুহাটে কুষ্টিয়া ইবি থানার আব্দালপুরের গরু বিক্রেতাদের সাথে ঝিনাইদহের হরিনাকুন্ডুর তৈলতুপির গরু বিক্রেতাদের মধ্যে এক মারাত্বক সংঘর্ষ বেধে উভয় পক্ষ আহত হয়েছে বলে জানা গেছে। ১৪ জুলাই বুধবার রাত ৯ টায় ঢাকা উত্তরা বারিধারা নতুন বাজার ১০০ ফিট পশুর হাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আব্দালপুর ও তৈলটুপির অন্তত পাঁচজন আহত। তৈল টুপির জামরুল নামে একজনের হাতের ৪০% কেটে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মারামারির সাথে যুক্ত থাকা ও দাউ (দেশীয় ধারালো অস্র) দিয়ে কোপানোর অভিযোগে আব্দালপুরের হারুন ও রিজাউল নামে ২ জনকে আটক করেছে উত্তরা পুলিশ। উভয় পক্ষকে নিয়ে বাজার কর্তৃপক্ষ মিটিং এর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, গতকাল বিকালে বাজারের নিকটবর্তী ১টি পুকুরে গোসল করতে গিয়ে আব্দালপুর ও তৈল টুপি গরু বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাতে তৈলটুপির গরু বিক্রেতারা আব্দালপুর গরু বিক্রেতাদের আরার (গরু বাধা সারিবদ্ধ খুঁটি) সামনে এসে পুনরায় গালমন্দ করলে আব্দালপুরের গরু বিক্রেতারা তাদের বেধড়কভাবে মারধর ও জামরুল (৩৫) নামে একজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে। জামিরুলের হাতের ৪০% কেটে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।