
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | ইভটিজিং / ধর্ষণ | কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » মিরপুরের আলোচিত স্কুল ছাত্রী হত্যা মামলার ৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ! আসামি আপন গ্রেফতার
মিরপুরের আলোচিত স্কুল ছাত্রী হত্যা মামলার ৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ! আসামি আপন গ্রেফতার
Bijoynews : ১৪ জুলাই কুষ্টিয়া মিরপুর পৌর এলাকার বহুল আলোচিত কিশোরী উম্মে ফাতেমা (১৪) এর লোহমর্ষক অভিযুক্ত খুনী একই পৌরসভার, কুরিপোল মধ্যপাড়া মহল্লার রংমিস্ত্রি মিলনের ছেলে আপন (১৮)।
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলমের নেতৃত্বে ৪ ঘন্টার মধ্যে স্কুল ছাত্রী ফাতেমা হত্যার মূল আসামি আপন কে গ্রেফতারের মধ্যে দিয়ে রহস্য উদঘাটন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাই হত্যা করেছে বলে জানা যায়।
পুলিশ প্রশাসন এবং এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল
কুষ্টিয়ার মিরপুরে বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুনীর মৃতদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। গতকাল বুধবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীন ভাঙ্গা বটতলার পুর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাকুরের ইট ভাটার পশ্চিমে(শোলা বিলের মাঠ) ভুট্রা ক্ষেত থেকে বিকাল সাড়ে তিনটার সময় খন্দকার উম্মে ফাতেমা (১৪) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
ফাতেমা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কটো ডাক্তারের নাতনী ও সাইফুল ইসলামের মেয়ে।
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলমের নেতৃত্বে মামলার ৪ ঘন্টার মধ্যে স্কুল ছাত্রী ফাতেমা হত্যার মূল আসামি আপন কে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি আপন ফাতেমাকে হত্যার কথা স্বীকার করেন।
এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আমাদের পিতামাতা কে সচেতন হতে হবে যাতে করে ফাতেমার মত আর কারো অকালে জীবন দিতে না হয়। ফাতেমা হত্যা মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে যাতে দোষী ব্যক্তির শাস্তি হয়।
এই হত্যা কান্ডে আর কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে গোলাম মোস্তফা জানান, আসামি আপন নিজেই স্বীকার করেছে সে একাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।
জনমনে এ নিয়ে নানা গুনজন শুরু হয়েছে, মাহফুজ নামে এক ব্যক্তি বলেন, একা এতবড় হত্যা কান্ড ঘটানো অবিশ্বাসের মত। তিনি প্রশাসন কে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আপনের সাথে আর কেউ জড়িত কিনা এ বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য।
উজ্জ্বল নামে আরেক ব্যক্তি বলেন, আপনের সাথে জড়িত কেউ থাকলে তাদের কে যেন আড়াল করা না হয়। অপরাধী যেই হোক তাকেই আইনের আওতায় আনা হোক।
এলাকার সুশীল সমাজের দাবী খুনি যেন কোন ফাঁক দিয়ে বেড়িয়ে যায়। আর কোন মেয়েকে যেন ফাতেমার মত অকালে জীবন দিতে না হয়।