মৌলভীবাজারে ‘স্মার্ট হাট’ উদ্বোধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে কোরবানির পশু বিক্রির জন্য জেলা প্রশাসন ও ইএসডিপি’র আয়োজনে অনলাইন ভিত্তিক কোরবানির পশু বেচাকেনায় ‘স্মার্ট হাট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুলাই দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে স্মার্ট হাটের উদ্বোধন করেন- সিলেট বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার উপ-পরিচাল মল্লিকা দে‘র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান‘র সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ, খামারি আলাল খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খামারি এবং সাংবাদিকরা । স্মার্ট হাট বিষয়ে তথ্য উপস্থাপন করেন- জেলা প্রশাসনের সহকারি প্রেগ্রামার এম.এ কাওছার। জানা যায়- এ পর্যন্ত স্মার্ট হাটে ৫০ জন ক্রেতা রেজিস্ট্রেশন করেছেন। এটা ই-কমার্স নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পশু ক্রেতার কাছে হস্তান্তরের সময় টাকা পরিশোধ করা হবে। ওয়েবসাইট ও ফেসবুক পেজে খামারিদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, গরুর ভিডিও, স্টিল ছবি, গরুর দাঁতের সংখ্যা, ওজন, মূল্যসহ বিস্তারিত অন্তর্ভুক্ত থাকবে। স্মার্ট হাটের ওয়েবসাইট ঠিকানা হলো: িি.িংসধৎঃযধধঃ.ড়ৎম
মৌলভীবাজার লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা-অধিকার অধিদপ্তর
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ ১৩ জুলাই কুলাউড়া উপজেলার রবিরবাজার, উত্তর রবিরবাজার, কুলাউড়া রোড, চৌধুরী বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারে অবস্থিত খাদিজা ডিপাটমেন্টাল ষ্টোরকে ৩ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত মা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।