
সোমবার, ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » পরকীয়ার জেরে স্ত্রী কর্তৃক ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন
পরকীয়ার জেরে স্ত্রী কর্তৃক ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন
লালমনিরহাট প্রতিনিধিঃ পরিকীয়ার অ’ভিযোগ এনে ধা’রালো দা দিয়ে কু’পিয়ে ঘু’মন্ত স্বামী রাসেল মিয়ার (৩২) লিঙ্গ ক’র্তন করে দেয়ার অ’ভিযোগ উঠেছে তারই স্ত্রী খাদিজা বেগমের বিরু’দ্ধে। এসময় স্ত্রীর ধা’রালো দা-এর কো’প ে স্বামী রাসেলের মুখমন্ডলসহ দুই পায়ের উরু গু’রুতর জ’খম হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃ’ষ্টি হয়েছে। তবে স্ত্রী খাদিজাকে আট’ক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ঘটনাটি নিশ্চিত করেন লালমনিরহাট সদর থা’নার ভারপ্রা’প্ত কর্মক’র্তা (ওসি) শাহা আলম।
এর আগে ঐদিন ভোর রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গু’ড়িয়াদহ খালিশা গ্রামে ঘটনাটি ঘটে। এরপর দুপুরে রাসেলের স্ত্রী অ’ভিযুক্ত খাদিজাকে আট’ক করেছে থা’না পুলিশ। রাসেল ওই গ্রামের অবসরপ্রা’প্ত পুলিশ সদস্য শাহজামান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, তিন বছর আগে পাশ্ববর্তী মহে’ন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের কৃষক নুর ইসলামের মেয়ে খাদিজার (২৩) সাথে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। গত কয়েক মাস আগে রাসেল প’রকী’য়ায় জড়িয়ে পড়ে বলে অ’ভিযোগ তুলেন তার স্ত্রী খাদিজা। এরপর থেকে এ নিয়ে প্রায়ই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া ‘হতো।
এ বি’ষয়ে গত বুধবার রাতে উভয় পরিবার বসে আপোষ-মিমাংসাও করে দেন। কিন্তু এতে ক্ষান্ত হয়নি স্ত্রী খাদিজা। সে ওই রাতেই ভোরের দিকে ধা’রালো দা দিয়ে ঘু’মন্ত অবস্থায় স্বামী রাসেলকে এলোপাথাড়ি কো’পাতে থাকে। এসময় রাসেলের আ’ত্মচিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে র’ক্তাক্ত অবস্থায় তাকে উ’দ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থা’নান্তর করা হয়।
এ বি’ষয়ে লালমনিরহাট সদর থা’নার ভারপ্রা’প্ত কর্মক’র্তা(ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর অবস্থা গু’রুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ’ভিযুক্ত স্ত্রী খাদিজাকে আট’ক করে তার বিরু’দ্ধে মাম’লা হয়েছ।