
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রংপুর | রাজনীতি | শিরোনাম » গ্রেপ্তারের পর অসুস্থ সাংবাদিক তানু, নেওয়া হলো হাসপাতালে
গ্রেপ্তারের পর অসুস্থ সাংবাদিক তানু, নেওয়া হলো হাসপাতালে
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দুর্নীতির প্রতিবেদন করায় গ্রেপ্তার জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তানুকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর মধ্যরাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সাংবাদিক তানুকে গ্রেপ্তারের পর রাতেই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা অবস্থান নেন। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা। এ সময় তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি জানান অবস্থানকারীরা। এ ঘটনায় সমাজের বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।
গত শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা.কম-এর প্রতিনিধি রহিম শুভ এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় নাদিরুল আজিজের করা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই জাগোনিউজ২৪.কম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিনে করোনা রোগীর খাবার নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।
সাংবাদিক তানুকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গত ৯ জুলাই আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের একটি মামলার এজাহার পাই। শনিবার রাতে আসামিকে থানা চত্বরে দেখতে পেয়ে গ্রেপ্তার করা হয়।
কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করায় গত ৯ জুলাই রাতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সত্য সংবাদ প্রকাশ করার পরেই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী করা মানে দেশের কন্ঠ চেঁপে ধরা। মামলা হওয়ার সাথে সাথে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি। তাকে নি:শর্ত মুক্তি না দিলে পরবর্তিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।
এদিকে সাংবাদিক তানভীর হাসান তানুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না। একই সঙ্গে আইসিটি অ্যাক্টে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।