
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » আইন- আদালত | খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম » অপপ্রচারের নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ জেলা জাসদের
অপপ্রচারের নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ জেলা জাসদের
প্রেসবিজ্ঞপ্তি : সম্প্রতি সরকারের তথ্য মন্ত্রনালয় প্রেরিত কুষ্টিয়া জেলার স্থানীয় কিছু প্রত্রিকার প্রকাশনা বন্ধের সম্ভাব্য প্রস্তাবনার প্রতিবাদে সংশ্লিষ্ট প্রত্রিকার সংক্ষুব্ধ মালিক ও সম্পাদক গন কুষ্টিয়ার সংবাদপত্র রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন,মানববন্ধন করছেন।এই কমিটির আহবায়ক বন্ধ প্রস্তাবিত স্থানীয় দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব তাঁর নিজ ফেসবুক আই ডি ব্যবহার করে তথ্যমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির বিরুদ্ধে হীন স্বার্থ চরিতার্থে মিথ্যা ভিত্তিহীন মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ভাবে দায় চাপিয়ে কালিমা লেপনের চেষ্টায় লিপ্ত আছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি কুষ্টিয়ার ৩৫টি পত্রিকার প্রকাশনা বাতিলের সুপারিশ করেছেন বলে যে অপপ্রচার চালাচ্ছেন তা আদোও সত্য নয়।এসব অপপ্রচারকারীগণ তাদের প্রচারণার স্বপক্ষে তারা নির্ভযোগ্য কোন প্রামানিক তথ্যও উপস্থাপন করতে পারেন নি।জনাব রাশেদুল ইসলাম বিপ্লব সরকারী দলের ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার করে ১৪ দলীয় জোটের অন্যতম রুপকার হাসানুল হক ইনু’র নামে মিথ্যাচার করে ১৪ দলীয জোটের ঐক্য বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আমরা দির্ঘদিন লক্ষ্য করছি জনাব বিপ্লব কুষ্টিয়ার সর্বজন স্বীকৃর্ত জেলা প্রেসক্লাব রয়েছে,তাঁর বিপরিতে কুষ্টিয়া ডিসি কোট চত্বরে সরকারি যায়গায় আইনের তোয়াক্কা না করে kpc নামে সাইনবোর্ড সর্বস্ব প্রেসক্লাব গঠন করে সাংবাদিকতার মত মহান পেশাকে কলুষিত করছেন।আরো উল্লেখ থাকে যে kpc আঁড়ালে কোট চত্বরে ছাপাখানা ব্যবসা পরিচালিত করছেন,যাহা দেশের প্রচলিত আইনের বিধিলংঘনের সামিল।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা শাখার মনে করে জনাব বিপ্লব সাংবাদিকতার মত মহান পেশাকে অপব্যবহার করে হিনমন্য চরিতার্থের উদ্দেশ্যে দেশ বরণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র সম্মান ও মর্যাদা হানি করেছেন। কুষ্টিয়া জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্রে এই জাতীয় রাজনৈতিক শিষ্টাচার বর্জিত নোংরা প্রচারণা ও কর্মকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এই জাতীয় অশোভনীয় অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কর্মকান্ড থেকে সকল মহলকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে। কুষ্টিয়া জেলা জাসদ।
বার্তাপ্রেরক :
আব্দুল আলিম স্বপন
সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ
কুষ্টিয়া জেলা শাখা।
৮/৭/২১