
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নের ৪৫ জন দুস্থ পরিবারকে ইউএনও’র সহযোগিতা
ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নের ৪৫ জন দুস্থ পরিবারকে ইউএনও’র সহযোগিতা
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ৪৫ জন দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বুধবার দুপুর ৩ টার দিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম উপস্থিত হয়ে সকলের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও ২ টি করে সাবান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক (দিপু) সহ পরিষদের সকল ইউপি সদস্য/সদস্যা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় তিনি প্রতিটি ব্যক্তির সাংসারিক জীবনের খোঁজ খবর নেন। এবং করোনা মহামারী থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। ইতিপূর্বে বন্যায় কেতকীবাড়ী তহসিল অফিসের ওয়াল সংলগ্ন বিশাল এলাকা ভেঙ্গে যাওয়ায় নিজ উদ্দোগ্যে মাটি ভরাটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।