
বুধবার, ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | স্বাস্থ্য সংবাদ » কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু,ভয়াবহ পরিস্থিতির মুখে কুষ্টিয়া
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু,ভয়াবহ পরিস্থিতির মুখে কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়। আজ বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৭৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৯০ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে ও করিডোরে রাখতে হচ্ছে।এদিকে ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত লকডাউনের সপ্তম দিনে জেলা শহর ও শহরতলিতে ছােট ছোট গণপরিবহন, সাধারন মানুষকে চলাচল করতে দেখা গেলেও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ।তবে দীর্ঘ দিন ধরে চলা বিধিনিষেধের কবলে পড়ে দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুররা সরকারী প্রণোদনা বা ত্রাণ সামগ্রি না পাওয়ায় তাদের ঘরবন্দী রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কষ্টসাধ্য হচ্ছে। যে কারণে কিছুটা শিথিলভাবে চলছে লকডাউনের কার্যক্রম। অপরদিকে করোনা ভাইরাস বিস্তাররোধে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর নজরদারিও অব্যাহত রয়েছে।গতকাল মঙ্গলবার (৬ জুলাই) জেলা প্রশাসন বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ১০ টি মোবাইল কাের্ট অভিযান, ৪৪ টি মামলা ও ৫৭ জনকে অর্থদন্ডে ৪২,৩০০ টাকা জরিমানা করেন। গতকাল মঙ্গলবার পিসিআর ল্যাব ও সিভিল সার্জন অফিস কুষ্টিয়া এর তথ্যমতে জেলায় ৮০১ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৩২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩০ জন। মৃত্যের সংখ্যা ২৭৫ জন। গতকাল নতুন করে শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৯৬ জন, দৌলতপুর উপজেলায় ৪৭ জন, কুমারখালী উপজেলায় ৩৯ জন, ভেড়ামারা উপজেলায় ১৭ জন, মিরপুর উপজেলায় ১৬ জন ও খোকসা উপজেলায় ১৯ জন। এখন পর্যন্ত জেলায় ৬৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৫ হাজার ১০৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১২৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৫২ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮৭৫ জন।