
সোমবার, ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়ায় সাংবাদিক খোকন হত্যার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার করা হয়নি কাউকে
কুষ্টিয়ায় সাংবাদিক খোকন হত্যার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার করা হয়নি কাউকে
: ৫/০৭/২১ : আদালতের নির্দেশে ২ মাস ১৩ দিন পর অবশেষে সাংবাদিক জামিল হাসান খান খোকনের হত্যা মামলা রেকর্ড করেছে কুষ্টিয়া মডেল থানা । মামলা নং-০১ তাং- ০১/০৭/২০২১ । ধারা-৩০৪/ক-৩৪ পেনাল কোড-১৮৬০। সাংবাদিক খোকন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এই মামলায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, ইন্ডিপেন্ডেট টিভির প্রতিনিধি মিলন উল্লাহ, রাশেদুল ইসলাম বিপ্লবের সহযোগী কুষ্টিয়া সদর থানার বালিয়া পাড়া গ্রামের দাদন আলীর ছেলে সালমান শাহরিয়ার রাজু ও মাধপুর গ্রামের মীর আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান সহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করা হয়েছে । গত ১৩ মে সাংবাদিক জামিল হাসান খান খোকন মারা যাবার পর তার ভাই কুষ্টিয়া জেলা জাতীয় পার্টীর সভাপতি নাফিজ আহমেদ খান টিটো ১৫ মে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলে তৎকালীন ওসি অভিযোগটি জিডি হিসেবে রেকর্ড করেন। জিডি নং ৭৪১ তাং ১৫/৫/২০২১ ।
এরপর আসামীরা বাঁচার জন্য সাংবাদিক খোকনের মৃত্যুকে নিয়ে নানা ধরনের নাটক সাজাতে থাকে। মামলা না করার জন্য খোকনের পরিবারকে বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্তরা । এ ব্যাপারে ১৭/৫/২১ তারিখে মামলার বাদি জেলা জাতীয় পার্টি কুষ্টিয়ার সভাপতি নাফিজ আহমেদ খান টিটো বলেন, আমার ভাই সাংবাদিক খোকনের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে । কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার আসামি এবং তার সহযোগীরা পুলিশ সুপারের কার্যালয়ের গিয়ে ফটোসেশন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মনে এই মামলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আদালতের নির্দেশে থানায় মামলা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের বিষয় নিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতে অনুমতি নিয়ে লাশ উত্তোলনের পর আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক খোকন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। এখুনি এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এ দিকে মামলার বাদী নাফিজ আহমেদ খান টিটো বলেন, মামলা তুলে নেয়ার জন্য প্রধান আসামী বিপ্লবসহ অন্যরা হুমকি দিচ্ছে । আসামীদের কেন গ্রেফতার করা হচ্ছে না তা রহস্য জনক। তিনি বলেন দ্রুত আসামীদের গ্রেফতার করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।