
রবিবার, ২০ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » নবম শ্রেণীর কিশোরের হাত ধরে পালাল তিন সন্তানের জননী!
নবম শ্রেণীর কিশোরের হাত ধরে পালাল তিন সন্তানের জননী!
তিন সন্তানের জ’ননীর নাম আবুনি বেগম (৩৬)। তিনি কালীপুর গ্রা’মের মাছ ব্যবসায়ী পি’য়ার মিয়ার স্ত্রী।আর কি’শোরের নাম তানভির হোসেন (১৬)। সে একই এ’লাকার প্র’বাসী খলিল মিয়ার ছেলে নবম শ্রেণীর ছাত্র। পি’য়ার মিয়ার দাবি,গত ১৩ নভেম্বর দুপুরে তানভির তার স্ত্রী’কে নিয়ে পা’লিয়ে গেছে।
এই ঘ’টনা নিয়ে গত ১৭ নভেম্বর রাতে উভয় প’রিবারের পক্ষ থেকে ভৈ’রব থা’নায় পৃ’থক দুটি সাধারণ ডা’য়েরী করা হয়।এ’দিকে একজন ছেলের ব’য়সী কিশোরের সাথে তিন স’ন্তানের জননী প্রে’ম করে পা’লিয়ে গেছে প্রথমে বি’ষয়টি ল’জ্জায় পু’লিশের কাছে বলতে পা’রছিলেন না স্বামী পিয়ার মিয়া।
আর সুযোগ বুঝে লো’কল’জ্জা ভুলে উধাও হয়ে যায় তারা। ঘ’টনার স’ত্যতা নি’শ্চিত করে ভৈরব থানার প’রিদর্শক (ত’দন্ত) বা’হারুল খাঁন বাহার জা’নান, আমর’া দু’জনকে উ’’দ্ধার করতে চেষ্টা করছি।