
শনিবার, ১৯ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | স্বাস্থ্য সংবাদ » গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু : কুষ্টিয়ায় আবারো ৭ দিনের বিধিনিষেধ
গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু : কুষ্টিয়ায় আবারো ৭ দিনের বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : ১৯/৬/২১ :
গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হওয়ায় কুষ্টিয়াতে আতংক সৃষ্টি হয়েছে । কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ১৮ জুন রাত ১২টার পর থেকে আগামী ২৫ জুন পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে শুক্রবার রাতে ৭ জন এবং শনিবার সকালে ১ জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. তাপস কুমার সরকার। এরা হলেন বানিয়াপাড়ার আকমল হোসেন (৮৫),হরিশংকরপুরের রোজিনা খাতুন(৮৫), হাউজিং এর রওশন আরা( ৬০), দৌলতপুরের রজিনা খাতুন (৬৫),মিরপুরের সাইরা খাতুন(৭০),জুগিয়ার সেফালি খাতুন(৫০), কুমারখালীর করিমুজ্জামান(২৮), খোকসার রফিক শেখ (৬৫)। এ নিয়ে কুষ্টিয়ায় মোট মৃত্যুের সংখ্যা ১৪৮ জনে দাঁড়ালো। ১৮ জুন ২৪ ঘন্টায় কুষ্টিয়া সিভিল সার্জনের তথ্যতমে ৩৬৮ জনের করোনা পরীক্ষা করে ১১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার৩০.৪৩%। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৩২৭ টি এবং এন্টিজেন টেস্ট ৪১ টি নমুনার মধ্যে যথাক্রমে ১০২ টি এবং ১০ টি পজিটিভ এসেছে। উপজেলা ভিত্তিক রিপোর্টে কুষ্টিয়া সদরে ৭৫ জন, কুমারখালী ১৬ জন, দৌলতপুরে ০৫ জন, ভেড়ামারায় ০৮ জন, মিরপুর উপজেলায় ০৪ জন ও খোকসায় ০৪ জন পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই। এই বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলার জন্য এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকেল থেকেই পুলিশ প্রশাসন পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসন লকডাউন বলতে নারাজ ।