
শুক্রবার, ১৮ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য-কৃষি | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ডোমারে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ
ডোমারে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ১০০ জন পাট চাষীদের “সোনালী আঁশের সোনালী দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এই স্লোগানে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও ডোমার উপজেলা পাট অধিদপ্তর যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সঠিক সময়ে পাট চাষ ও পাটের জাগ দেওয়া (পানিতে পাট পচানো) সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট কর্মকর্তা এ.টি.এম.তৈয়বুর রহমান। জেলা উপ-সহকারী পাট কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল হাসান চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী ও ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী