
বুধবার, ১৬ জুন ২০২১
প্রথম পাতা » আনন্দ বিনোদন | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ » আমি বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার! নাসির ভাইয়ের দ্বারা হত্যার চেষ্টা মিথ্যা অপবাদ
আমি বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার! নাসির ভাইয়ের দ্বারা হত্যার চেষ্টা মিথ্যা অপবাদ
Bijoynews : সম্প্রতি ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোজ মাধ্যমে! সবাই পরিমনির পক্ষ নিয়ে কথা বললেও
অনেকে আবার বলছে ভিন্ন কথা! অনেকে প্রশ্ন তুলেছে, একজন নারী হয়ে কেন এতজন পুরুষের মাঝে একা গেল? এদিকে ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার হেলেনা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন! স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়! এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৩ হাজার রিয়াক্ট এবং অনেক মন্তব্য করেছেন দেশের নেটিজেন’রা!
পাঠকদের জন্য হেলেনা জাহাঙ্গীরের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: আমি ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার(P-H 6)এই রকম ঘটনা কোন অনুমোদন প্রাপ্ত সোস্যাল ক্লাবে ঘটে সেটা নজির বিহীন। নাসির ভাইয়ের দ্বারা … ও হ”ত্যার চেষ্টা মিথ্যা অ’পবাদ বলে মনে করি।তারপর প্রশাসনের দায়িত্ব সত্য বের করা।
হেলেনা জাহাঙ্গীরের স্ট্যাটাসটিতে মন্তব্য করেছে অনেকেই! মোঃ সাফিন নামের একজন লিখেছেন, “ক্লাবের মেম্বার না হলে ক্লাবেই তো ঢুকা নিষেধ। তাহলে কিভাবে পরিমনি ডুকলেন ক্লাবে?”
আরেকজন লিখেছেন, অন্য কোন সংবাদ কি এই মুহুর্তে নেই?মিথ্যা … আর মিথ্যা হ”ত্যার চেষ্টার যে অ’পবাদ এটাই এখন দেশের একমাত্র খবর?ম’দ্য’পা’ন করা কোন মানুষের কোন কথার কি মুল্যায়ন আছে?