
সোমবার, ১৪ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » রাত ১২টার দিকে পরীমনিকে নাছিরের কাছে নিয়ে যায় অমি
রাত ১২টার দিকে পরীমনিকে নাছিরের কাছে নিয়ে যায় অমি
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তাকে ”রে”প’ ও ‘মে”রে’ ফে’লার চে’ষ্টা’র অভি’যোগ এনেছেন। এখন নিজের জীবন নিয়ে শ’ঙ্কা’য় রয়েছেন বলে জানান তিনি।রোববার (১৩ জুন) সন্ধ্যায় পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রথম এই অ’ভিযো’গ তুলে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লেখেন।
আর আপনাদের কাছে আমার অ’নুরো’ধ আপনারা আমাকে ‘হ”-ত্যা’র বি’চার করবেন। ’ এর আগে ঘ;টনা;র বর্ণনা দিয়ে আলোচিত এই অভিনেত্রী জানান, নাসির ইউ. মাহমুদ নামে একজন তাকে নে’শা’জা’তী’য় কিছু খাইয়ে এ ঘট;না ঘটাতে চে’ষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, ‘গত বুধবার রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।
সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে ‘ম”দ খেতে অফার করে। আমি রাজি না হলে আমাকে জো’র করে ‘ম”দ খাও’য়া’নোর চেষ্টা করে। একপর্যায়ে আমাকে চ’ড় থা”প্প’ড় মা’রে।তারপর এক ‘নি”-র্যা’ত’ন ও ‘হ”-‘ত্যা’ চেষ্টা করেন। অমিও এ ঘ;টনা;র সঙ্গে জ’ড়ি’ত।