
রবিবার, ১৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | অপরাধ জগত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » পরকিয়ার জের : কুষ্টিয়ায় ৩জনকে গুলি করে হত্যা: পিস্তলসহ খুনি এ,এস,আই সৌমেনকে গ্রেফতার
পরকিয়ার জের : কুষ্টিয়ায় ৩জনকে গুলি করে হত্যা: পিস্তলসহ খুনি এ,এস,আই সৌমেনকে গ্রেফতার
শামসুল আলম স্বপন কুষ্টিয়া : ১৩/৬/২১ :
পরকিয়ার জেরে কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে কথিত দ্বিতীয় স্ত্রী ও তার শিশু সন্তান এবং পরকিয়া প্রেমিককে গুলি করে হত্যা করেছে পুলিশের এক এ এস,আই ।
গুলিতে ঘটনাস্থলেই গৃহবধূ ও তার ৫ বছরের সন্তান নিহত হন । গুরুতর আহত অবস্থায় তার পরকিয়া প্রেমিককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। এর পর খুুনি এ এস,আই সৌমেন রায়কে স্থানীয় ক্ষুদ্ধ জনতা হাতে নাতে আটক করে কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন ।
লোমহর্ষক এই হত্যাকান্ডের ঘটনা ঘটে আজ রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকায় ।
কুষ্টিয়া মডেল থানা সুত্রে জানা গেছে নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), তার প্রেমিকা আসমা (২৫) ও আসমার আগের স্বামীর ছেলে রবিন (৫)। পরকিয়া প্রেমিক নিহত শাকিল একজন বিকাশ কর্মী ।
খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগে পুলিশের এ,এস,আই সৌমেন রায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন । এ সময় সুন্দরী আসমার সাথে সৌমেনের পরকিয়া সম্পর্ক হয়। বিয়ে না করলেও তারা স্বাম-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করতেন এবং আসমা ও তার ছেলের সকল খচর বহন করতেন সৌমেন । গতবছর এ এস,আই সৌমেন রায় কুষ্টিয়া থেকে বদলী হয়ে খুলনা জেলার ফুলতলা থানায় যোগদান করেন। এ সুযোগে আসমা শাকিল নামের এক যুবকের সাথে নতুন করে জড়িয়ে পড়েন পরকিয়ায় । ঘটনাটি সৌমেন জানার পর তিনি আসমাকে সর্তক করে দিলেও কোন লাভ হয়নি। সৌমেনকে কথা দিয়েও আসমা গোপনে শাকিলের সাথে চুটিয়ে প্রেম করতে থাকেন। আসমা শাকিলের সাথে গড়ে তোলেন শারিরীক সম্পর্ক । বিষয়টি জেনেই চরম ক্ষুদ্ধ হন সৌমেন । ধারনা করা হচ্ছে এ কারণেই আসমা ও শাকিলকে হত্যার পরিকল্পনা করেন সৌমেন ।
পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে পুলিশের এক এ এস আই। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ৫ বছরের শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শাকিল নামে এক যুবক মারা যান।
ঘটনার পরই স্থানীয় জনতা খুনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। যত টুকু জানাগেছে পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।