
শুক্রবার, ১১ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ঢাকা-১৪ আসনে কামরুল বিএনএফ প্রার্থী
ঢাকা-১৪ আসনে কামরুল বিএনএফ প্রার্থী
Bijoynews :
দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনএফ’র পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে বিএনএফ এর প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, “সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিএনএফ দ্বাদশ সংসদ নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে একাদশ সংসদের উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।সংসদীয় গনতন্ত্রে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনে জয়পরাজয় হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উৎসব। নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ কে এ সংসীয় রীতি নীতি অনুসরণ করতে হয়,এটিই সংসদীয় গণতান্ত্রিক সংস্কৃতি। তবে নির্বাচন কমিশনকে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, নতুবা জনগণ নির্বাচনমুখী হবেনা।”
ঢাকা মহানগর বিএনএফ’র সভাপতি এ, ওয়াই, এম, কামরুল ইসলাম আজ বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদীয় আসন ১৮৭ ঢাকা-১৪ আসন থেকে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উক্ত পার্লামেন্টারি সভায় উপস্থিত ছিলেন বিএনএফ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ,ওয়াই,এম কামরুল ইসলাম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান নাজিম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবাল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।