
শুক্রবার, ৪ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বিদেশ থেকে টাকা পাঠালেন স্বামী, ব্যাংকে তুলতে গিয়ে উধাও স্ত্রী
বিদেশ থেকে টাকা পাঠালেন স্বামী, ব্যাংকে তুলতে গিয়ে উধাও স্ত্রী
Bijoynews : বগুড়ার আদমদীঘিতে শারমিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী রহ’স্যজনকভাবে উ’ধাও হয়েছেন। চারদিন ধরে খুঁজেও তার সন্ধা’ন পাচ্ছে না পরিবার। শারমিন আক্তার ওই উপজেলার কেশরতা গ্রামের প্রবাসী জাকারিয়ার স্ত্রী ও একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
জানা গেছে, প্রায় সাত বছর আগে জাকারিয়ার সঙ্গে শারমিনের বিয়ে হয়। তারা নিঃস’ন্তান। এক বছর আগে জাকারিয়া সৌদি আরবে যান। এরপর থেকেই শারমিন তার বাবার বাড়িতে থাকতেন।
নিখোঁ’জ গৃহবধূর শাশুড়ি জাফেলা বেগম জানান, মঙ্গলবার (১ জুন) দুপুরে স্বামীর পাঠানো টাকা তুলতে আদমদীঘি ব্যাংকে যান শারমিন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। চারদিন ধরে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে কিন্তু কোনো স’ন্ধান পাওয়া যাচ্ছে না।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ বিষয়ে এখনো কেউ অ’ভিযো’গ করেনি। লিখিত অভিযো’গ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।