
বুধবার, ২ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | শিরোনাম » সেই স্বর্ণা যিনি কিনা প্রবাসীদের আ’পত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করত!
সেই স্বর্ণা যিনি কিনা প্রবাসীদের আ’পত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করত!
Bijoynews : সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার মা’মলায় মডেল ও অভিনেত্রী রোমানা ই’সলাম স্বর্ণাকে (৪০) গ্রে’ফতার করেছে পু’লিশ।
মা’মলার বা’দীর বরাত দিয়ে মৃ’ত্যুঞ্জয় দে সজল বলেন, ‘২০১৯ সালের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়। সে সময় স্বর্ণা কাবিননামায় বিধবা বলে দা’বি করেছিলেন। কিন্তু তাঁর সংসার রয়েছে। চলতি বছরের শুরুর দিকে জুয়েলকে ডিভোর্স দেওয়া হয়েছে বলে স্বর্ণা তাঁকে জানান। তারপর জুয়েল দেশে ফিরে আসেন ফেব্রুয়ারি মাসে। কোনো উপায় না দেখে তিনি মা’মলা করেছেন।’
এডিসি আরো বলেন, ‘মা’মলা করার আগে জুয়েল ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিবাহ ও তালাক শাখায় যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তার নামে কোনো তালাকনামা পৌঁছায়নি তখনও। এ ছাড়া স্বর্ণাও কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জুয়েল আমাকে জানিয়েছেন। জুয়েল মা’মলার এজাহারে তাঁদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপের কথোপকথন ও নানা বিষয়ের প্র’মাণ দেখিয়েছেন।’
২০০৬ সালের শে’ষের দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান রোমানা স্বর্ণা। টিভি পর্দার এই অভিনেত্রী সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৫ সালে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ এবং ২০১৬ সালে একই পরিচালকের ‘রান আউট’ সিনেমায় অভিনয় করেন তিনি।