
রবিবার, ২৩ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | স্বাস্থ্য সংবাদ » টাকার বিনিময়ে ডায়াগনস্টিক প্রতিনিধিরা ঢোকেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
টাকার বিনিময়ে ডায়াগনস্টিক প্রতিনিধিরা ঢোকেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
Bijoynews : দীর্ঘদিন ধরেই দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা প্রত্যন্ত অঞ্চলের রোগীরা। কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগপ্রাপ্ত দালালরা হাসপাতাল থেকে নানা কৌশলে রোগী নিয়ে যান বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে। ইতিপূর্বে প্রশাসনের ঝটিকা অভিযানে একাধিক দালাল গ্রেফতারও হলেও থামেনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালাল দৌরাত্ম। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে ডায়াগনস্টিকের প্রতিনিধিরা ঢোকেন হাসপাতালে। আর এই টাকা লেনদেন করেন হাসপাতালের কতিপয় দালাল। এর মধ্যে অন্যতম হচ্ছে দালাল জাহাঙ্গীর। ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের টাকার বিনিময়ে হাসপাতালে প্রবেশের সুযোগ করে দেন তিনি। দালাল জাহাঙ্গীরের মাধ্যমেই এই টাকার একটা অংশ চলে যায় কুষ্টিয়া হাসপাতালের পুলিশ ক্যাম্পে। যার ফলে ডায়াগনস্টিকের প্রতিনিধিরা খুব সহজেই হাসপাতালে আসা রোগীদের নানা কৌশলে নিয়ে যান ডায়াগনস্টিক সেন্টারে। যদিও এ বিষয়টি হাসপাতাল পুলিশ ক্যাম্প সম্পূর্ন অস্বীকার করেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডায়াগনস্টিক মালিক বলেন, আমরা প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে পুলিশ ক্যাম্প বাবদ জাহাঙ্গীর দালালের মাধ্যমে টাকা দিয়ে থাকি। আমরা ছোট ডায়াগনস্টিক চালাই সেজন্য আমরা সপ্তাহে ৫০০ টাকা দেয় আর যারা বড় ডায়াগনস্টিক সেন্টার চালায় তাদের টাকার অ্যামাউন্ট একটু বেশি থাকে। আমরা টাকা দিলে আমাদের স্টাফদের হাসপাতালে কাজ করতে দেওয়া হয়। আর কোন সপ্তাহে টাকা না দিলে কাজে বাধা দেয়া হয়।
এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই এজাজের সাথে কথা বললে তিনি বলেন- যে বা যারা বলেছে, তারা মিথ্যা কথা বলেছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাবিরুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিষয়টি তদন্ত পূর্বক যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।
এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এরকম কোন বিষয় আজ পর্যন্ত আমার কানে আসেনি বা আমাকে কেউ বলেনি। যদি অভিযোগ পাই তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।