
রবিবার, ২৩ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে স্বামী কে অচেতন;হাতুড়ি দিয়ে হত্যা করল প্রেমিক
শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে স্বামী কে অচেতন;হাতুড়ি দিয়ে হত্যা করল প্রেমিক
Bijoynews : কেরানীগঞ্জে নিজ বাসায় খুন হওয়া মারুফ কাজী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রিনা আক্তার উর্মি (৩০) ও পরকীয়া প্রেমিক ইমরানকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় উর্মি শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে মারুফকে অচেতন করে। এরপর হাতুড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় ইমরান। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মারুফকে হত্যা করে ইমরান।
শুক্রবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা হাবিবনগর এলাকায় নিজ বাসা থেকে মারুফ কাজীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।