
বুধবার, ১৯ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | সাহিত্য ও সংস্কৃতি » চাকুরীতে বড় মজা
চাকুরীতে বড় মজা
-ঃচুনকালিঃ-
চাকুরীতে বড় মজা
চারিদিকে লুন্ঠন,
বেগম পাড়া বাড়ি হয়
সন্তান পড়ে লন্ডন।
লুটেরা লুট করে
সুইস ব্যাংকে টাকা,
হেথা সেথা বন্টন
দেশে সব ফাঁকা।
জাতির কল্যানে
আমলারা কামলা,
জনতার উপর চলে
নিসংশ হামলা।
ক্ষমতার বাহাদুরি
নৈতিকতার নেই বালাই,
সময় মতো ধরবে চেপে
সুযোগে পেলে সব শালাই।
আইনের বেড়াজালে
দেখি শত বিবৃতি,
জনতা ভুলে যাবে
চলতে থাকে কু-কৃত্তি।
ফাটা বাঁশে আটকালে
সরকারে বদলী,
বলদ বোঝে না
রয়ে যায় চুনকালি।
============
আবদুল কাদের
মে ১৯, ২০২১