
সোমবার, ৩ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময়
কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময়
Bijoynews : ৩রা মে সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মত বিনিময় করেন । জেলা প্রশাসক বলেন অতীতে কি হয়েছে তা আমার জানা নেই তবে আপনাদের কাছ থেকে জেনে আমি এ টুকু বলবো প্রকৃত কোন সাংবাদিক আমার কাছ থেকে সরকারি সুবিধা বঞ্চিত হবে না। কোন সাংবাদিকের কোন সমস্যা থাকলে আমাকে জানাতে বলবেন।
তিনি কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের উদ্যোগকে স্বাগত জানান। জেলা প্রশাসকের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক রবিউল হক খান,যুগ্ম-সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্যামলী ইসলাম প্রমুখ। মতবিনিময় শেষে প্রকৃত সাংবাদিকদের সরাসরি সুবিধা প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে একটি চিঠি দেযা হয় ।