
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম » এবার কুষ্টিয়ার সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ ২০ লক্ষ টাকা
এবার কুষ্টিয়ার সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ ২০ লক্ষ টাকা
Bijoynews : মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের অনুদান কুষ্টিয়ার সাংবাদিকদের জন্য বরাদ্দ হয়েছে ২০ লক্ষ টাকা । এবার এ টাকা যেন ইদুরে খেতে না পারে তার জন্য সকল সাংবাদিককে সজাগ থাকতে হবে এবং অধিকার আদায়ে জিহাদে অবতীর্ণ হতে হবে ।
গতবার বাটপাড় সাংবাদিক নেতাদের কাজের বুয়ার নামেও ১০ হাজার করে টাকা বরাদ্দ দিয়ে আত্মসাৎ করা হয়েছিল । বালুখোর সাংবাদিকরাও এবার মোচে তা দিচ্ছে ২০ লক্ষ টাকা কয়েকজন মিলে ভাগাভাগি করে নেয়ার জন্য । ঐ টাকা যাতে জেলার প্রকৃত সাংবাদিকরা পায় সে জন্য অচিরেই জেলা প্রশাসক মহোদয়ে সাথে বৈঠকে বসবো আমরা ইনশাল্লাহ। এ বৈঠকে যারা উপস্থিত থাকতে চান তাদের যোগা যোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।
এছাড়া প্রতিটি উপজেলা থেকে প্রকৃত সাংবাদিকদের তালিকা করে ডিসি মহোদেয়ের কাছে জমা দেয়ার জন্যও অনুরোধ জানানো হলো ।
ধন্যবাদান্তে-
শামসুল আলম স্বপন
চেয়ারম্যান
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ( সাকফা)
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯
রবিউল হক খান
মহাসচিব
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ( সাকফা)
মোবা : ০১৭১৬৪৯৪২৪১