
সোমবার, ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা
—Bijoynews :
অবশেষে আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।
নতুন কমিটি গঠনের ছয় মাসের মাথায় এটি বিলুপ্ত করা হলো।
সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে।
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সম্মেলনে ওই কমিটি ঘোষণা করা হয়।
গত বছরের ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেন। এরপর হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা নূরুর ইসলাম জিহাদী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান