
শনিবার, ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি » ডোমারে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
ডোমারে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাও গ্রামে উগ্র সন্ত্রাসবাদ গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মালম্বীদের মন্দির ও বাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে নীলফামারী জেলার ডোমার উপজেলার বাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ। বুধবার বিকালে ডোমার বাজারস্ত রেল ঘুমটির মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদ এর উপদেষ্টা বাবু গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে হিন্দু বৌদ্ধ পরিষদের সিনিয়র সহ-সভাপতি জগবন্ধু রায়, পুজা উদযাপন পরিষদ সভাপতি রাম চন্দ্র বর্মন, সদস্য সচিব অমরজিৎ সিংহ, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মুখোপ্যাধায়, যুগ্ম সাধারণ সম্পাদক বানেশ্বর রায়, স্বাধীনতা প্রধান শিক্ষক এসোসিয়েশনের সভাপতি তরনী কান্ত রায়, যুব বিষয়ক সম্পাদক নিরঞ্জন রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমরা সরকারের কাছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ,উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠিরা একের পর এক আমাদের মন্দির ও বাড়িতে হামলা চালিয়ে আসছে। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে উগ্রবাদী মৌলবাদী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি।
ডোমার থানা পুলিশের দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা।
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের দুই কর্মকর্তা এসআই সুমন চন্দ্র রায় ও এএসআই মঞ্জুরুল হোসাইনের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
ডোমার থানা আয়োজিত সোমবার সন্ধ্যায় থানা হলরুমে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এসআই শাহ আলম এর সঞ্চালনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই জামিনুর রহমান, কমলেস চন্দ্র বর্মন, লুৎফর রহমান, ঠাকুর দাস, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, ডোমার রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, বিদায়ী কর্মকর্তা এসআই সুমন চন্দ্র রায়, এএসআই মঞ্জুরুল হোসাইন, এএসআই মিজানুর রহমান মিজান, নির্মল রায়, কন্সটেবল মজনু মিয়া, সহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ডোমারে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯৩ তম জন্মদিন পালিত
রুহানা ইসলাম ইভা
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ.এম.এরশাদের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় ডোমার পৌর জাতীয় পার্টি কার্যালয়ে যৌথ্যভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা ও পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টির সভাপতি হাবিবুল্লাহ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান চয়ন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সার্জেন তহিদুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি হাসান চৌধুরী, সহ-সভাপতি জমসের আলী সেতু, ওবায়দুল রহমান দাম্বেল, দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজালুল রহমান হুদা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মোজাফ্ফর হোসেন, লুৎফর রহমান, মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তহিদুল ইসলাম, মিজানুর রহমান, ছলেমান আলী। অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ.এম.এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জাপা নেতা রায়হানুল হক হুজুর।