
রবিবার, ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | শিরোনাম » সাংবাদিক কন্যা অহনার জন্মদিন আজ
সাংবাদিক কন্যা অহনার জন্মদিন আজ
বিজয় নিউজ :
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি, মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু’র ও এলজিইডির কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সিও উম্মে সালমা শিল্পি দম্পতির কন্যা রাইজা রাজ্জাক অহনার আজ ২১শে মার্চ জন্মদিন। এই শুভলগ্নে মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন বাবা, মা, চাচা ও চাচীরা, মামা ও মামীরা, ফুপু ও ফুপারা, খালা ও খালু।