
মঙ্গলবার, ২ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারে মিস্টির কারখানায় আগুন
ডোমারে মিস্টির কারখানায় আগুন
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার মিস্টির কারখানায় আগুন, ব্যাপক ক্ষতি সাধন।
সোমবার ভোর ৬ টার দিকে ডোমার পৌর এলাকার চিলাহাটি রোর্ড শালকী ব্রীজ সংলগ্ন মিঠুন রায়ের মিস্টির কারখানায় আগুন লাগে। নিমিশেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা ১টি মোটর সাইকেল, ফ্রিজ, বেশ কয়েকটি কড়াইয়ে বানানো মিস্টিসহ পুরো ঘড় পুড়ে যায়। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনা স্থলে এসে স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে জলন্ত আগুন নিয়ন্ত্রনে আনে। কারখানার শ্রমিক সুজন জানান,“ হটাৎ করে রাতে ঘরে থাকা বিদ্যুতের বোর্ডে আগুন লাগে, আমি পানি ঢালতে গেলে আগুন আরো বেরে যায়। ঘরে ২টি মোটর সাইকেল ছিল। আমরা ১টি মোটর সাইকেল কোন রকম বের করে ঘর থেকে বেড়িয়ে আসি। নিমিশেই সমস্ত ঘরে আগুন লেগে যায়। কারখানার মালিক অজিৎ রায় জানান,“১টি মোটর সাইকেল, ফ্রিজ, তৈরী করা মিস্টি ও ঘরসহ সব মিলে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়”।