
শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ | সম্পাদকীয় » স্বপন সভাপতি ও সাইফুল সাধারন সম্পাদক : বিএনএফ’র কুষ্টিয়া জেলা শাখা কমিটি অনুমোদন
স্বপন সভাপতি ও সাইফুল সাধারন সম্পাদক : বিএনএফ’র কুষ্টিয়া জেলা শাখা কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : : ২৩ জানুয়ারী ২০২১ : বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট শামসুল আলম স্বপনকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো: সাইফুল ইসলামকে সাধারন সম্পদক করে ১২১ সদস্য বিশিষ্ট পনূর্গঠিত কুষ্টিয়া জেলা কমিটি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট সাবেক এমপি জাতীয় বীর এস এম আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশে কেন্দ্রীয় বিএনএফ’র সেক্রেটারী জেনারেল ড. নজরুল ইসলাম আল মারুফ অনুমোদন প্রদান করেছেন ।
২৩ জানুয়ারী -২০২১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনএফ’র যুগ্ম-মহাসচিব শফিউল্লাহ চৌধুরী আন্দোলন,সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম ইসলাম, ঢাকা মহানগরী কমিটির সভাপতি এ,ওয়াই এম কামরুল ইসলাম,ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মাজবুব হাসান, সাদেকুন নাহার উর্মী ,কেন্দ্রীয় নেতা শাহরিয়ার ইসলাম, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্ট নেতা সজীব কায়সার মিথুন প্রমুখ।
অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন হুজুর,সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, মো: আব্দুল মজিদ,মো: আশরাফ আলী মাষ্টার,
মো: আব্বাস প্রামানিক, মো: আওলাদ হোসেন, মোছা: াতাসলিমা আক্তার কুমকুম , যুগ্ম-সাধারন সম্পাদক মো: আসাদুল হক হবু, সহ-যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া, ,সাংগঠনিক সম্পদক শেখ নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: নান্নু মোল্লা , কোয়াধ্যক্ষ ডা. আফসারা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিক মোছা: সুখজান খাতুন সুমি, দপ্তর সম্পাদক মো: আরিফুজ্জামান লিপটন, প্রচার সম্পাক মো: জীবন আহমেদ ডাবলু, সহ-প্রচার সম্পাদক মো: খালেদ সাইফুল ।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র ১২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদন করায় কুষ্টিয়া জেলা কমিটির সকল সদস্য কেন্দ্রীয় বিএনএফ’র প্রেসিডেন্ট সাবেক এমপি জাতীয় বীর এস এম আবুল কালাম আজাদসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ।