
শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | ঢাকা | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ | সম্পাদকীয় » BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক স্বপন
BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক স্বপন
প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব পেলেন কুষ্টিয়া BNF‘র সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন। ১৬ জানুয়ারী কেন্দ্রীয় BNF’র বিশেষ সভায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF ‘র কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ শামসুল আলম স্বপনকে BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব প্রধান করেন । বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ড. নজরুল ইসলাম আল মারুফ, যুগ্ম-সাধারন সম্পাদক মো: শফিউল্লাহ চৌধুরী আন্দোলনসহ কেন্দ্রীয় নেতৃবৃনন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় শামসুল আলম স্বপন মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF ‘র কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারসহ সকল নেতৃবৃন্দকে অভিন্দন জানান ।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব দেয়ায় শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মো: সাইফুল ইসলাম, কুষ্টিয়া BNF ‘র সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন হুজুর, যুগ্ম-সাধারন সম্পাদক মো: আসাদুল হক হবু,মোছা: রাজিয়া সুলতানাসহ সকল সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF ‘র কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারসহ সকল নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়েছেন ।