
শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ | সম্পাদকীয় » নরসিংদী সংবর্ধনা অনুষ্ঠানে বনপা’র সভাপতি স্বপন : মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে বনপা সারথী হিসেবে সহযোগিতা করছে
নরসিংদী সংবর্ধনা অনুষ্ঠানে বনপা’র সভাপতি স্বপন : মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে বনপা সারথী হিসেবে সহযোগিতা করছে
কাজী জহিরুল ইসলাম খোকন : নরসিংদী থেকে :
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)‘র ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় শামসুল আলম স্বপন সভাপতি, রোকমুনুর জামান রনি সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সংবর্ধনার জবাবে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)‘র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন । সেই কাজের সারথী হিসেবে বনপা সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন সকল ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধা ভোগ করছে। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে তথ্য-প্রযুক্তিতে দেশ আরো এগিয়ে যাবে। তিনি দেশের কল্যাণের জন্য বর্তমান সরকারের ইতিবাচক কর্মসুচি বাস্তবায়নে বনপা ও অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি সর্তক করে বলেন, যারা অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন তাদের প্রত্যেককে শব্দ চয়নে সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ,শব্দ চয়নের সামান্য ভুলে মামলাও হতে পারে। মামলা শেষ পর্যন্ত ছাড় পাইলেও হয়রানীর শেষ নেই।
গত ১৪ জানুয়ারি নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে নরসিংদী জেলা ‘বনপা’ ও নরসিংদী অনলাইন প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সাধারণ সম্পাদক ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব রোকমুনুর জামান রনি। তিনি বলেন, আমরা নরসিংদীতে শক্তিশালী বনপা ও অনলাইন প্রেসক্লাবের কমিটি দেখতে চাই । আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই কেন্দ্রের কাছে দু’টি কমিটি পাঠাতে হবে।
বনপা নরসিংদীর আহবায়ক মনজিল-এ- মিল্লাত এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও শিক্ষক হলধর দাস, সাংবাদিক জয়নাল আবেদিন, সাংবাদিক জসীম উদ্দিন, নাসিব সভাপতি রুস্তম আলী, পিনাকল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ জসীমউদ্দীন সরকার,স্বপ্নডানার সভাপতি মোঃ মোস্তাক হোসেন, অনির্বাণের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। সভা সঞ্চালন করেন, জেলা বনপা’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।