
মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ধর্ম | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারে হফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল
ডোমারে হফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল
রুহানা ইসলাম ইভা
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান এবং মরহুম দাতা সদস্যগণের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাদ্রাসা সংলগ্ন মাঠে অত্র মাদ্রাসার সভাপতি সাবেক শিক্ষক আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন দেবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ গোলাম কিরিয়া আল আজাদী। বিশেষ আলোচক হিসাবে ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী বয়ার করেন। এ সময় উক্ত মাদ্রাসার জমিদাতা ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, সহ-সভাপতি অবঃ শিক্ষক মোজাম্মেল হক প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী গ্রদানসহ দেশ ও জতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
ডোমারে পৌর বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত
রুহানা ইসলাম ইভা
.ডোমার উপজেলা প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবীতে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ডোমার বাজার বাটার মোড়ে ডোমার পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করেন। পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সহ-সভাপতি মেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাবুল হক, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মামুনুর রশীদ বসুনিয়া সজিব, যুবদলের যুগ্ন-আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম আনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারী কলেজ আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, যুগ্ন-আহবায়ক ফাহিম ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, দেশে সকল পন্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বানিজ্য মন্ত্রীর পদত্যাগসহ দ্রুত নিত্যপ্রয়োজনীয় সকল পন্যের দাম কমানোর দাবী জানান তারা। সেই সাথে ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জোর দাবী জানান।