
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » সাংবাদিকদের সাথে মতবিনিময়য়ে ভেড়ামারায় পৌর মেয়র পদপ্রার্থী আনোয়ারুল কবির টুটুল
সাংবাদিকদের সাথে মতবিনিময়য়ে ভেড়ামারায় পৌর মেয়র পদপ্রার্থী আনোয়ারুল কবির টুটুল
: ভেড়ামারা প্রতিনিধি :
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মশাল মার্কারমেয়র পদপ্রার্থী আনোয়ারুল কবির টুটুল তার কাচারিপাড়াস্হ বাড়িতে আজ দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এময় তিনি সাংবাদিকদের নিকট নৌকার প্রার্থীর নির্বাচনী আচরণ লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
পৌরসভার মটর সাইকেল এবং কর্মচারীদের ব্যবহার করাসহ গতকালকে দক্ষিণ রেলগেট সংলগ্ন নির্বাচনী সভায় তার পিতৃতুল্য ব্যক্তি তার নামে যে মিথ্যা অপবাদ দিয়েছে সেটা তার বোধগম্য নয়। টুটুল বলেন যদি আমার থেকে টাকা পেয়ে থাকে তবে দেশের আইন আছে প্রশাসন আছে বা আমার কাছে প্রমাণ দিতে পারলে আমার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও আমি টাকা পরিশোধ করবো।
আমার মশাল মার্কার গণজাগরণ দেখে তারা আমাকে অবরুদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে। আমি গুন্ডা চাঁদাবাজ না , জনগণ আমাকে ভালবাসে আর সেই ভালবাসা দিয়ে অবরুদ্ধ হতে মুক্ত করবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহবান জানান এবং সহযোগিতা কামনা করেন।
আনোয়ারুল কবির টুটুল আরো বলেন, মানুষ পরিবর্তন চাই, তাই আপামর সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসা আমাকে জয় করবে ইনশাআল্লাহ।