
সোমবার, ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়ার ভেড়ামারায় ছেলের বৌকে শ্বশুর শ্বাশুড়ি মিলে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় ছেলের বৌকে শ্বশুর শ্বাশুড়ি মিলে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
Bijoynews
কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ার মধ্য পাড়া নিবাসী রানার স্ত্রী বেলী কে তার শ্বশুর শ্বাশুড়ি মিলে বৌমার (বেলী) গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলী বাবা মা কে ছেড়ে ভালবেসে রানার হাত ধরে সুখের সংসার করতে এসেছিল কিন্তু শ্বাশুড়ির কারণে আজ বেলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রায় তাদের মধ্যে ঝগড়াঝাটি শোনা যায়। আজ ও ঝগড়াঝাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বেলীর আত্নচিৎকারে লোকজন ছুটে এসে ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করলে কুষ্টিয়া সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসকগণ ও বেলির অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান শ্বাশুড়ি বৌমার ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্বাশুড়ি রান্নাঘর থেকে কেরোসিন এনে গায়ে ঢেলে বেলীর গায়ে আগুন ধরিয়ে দেয়।
রমজানের স্ত্রী (শ্বাশুড়ি) এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি বিষয়টি অস্বীকার করেন।
এলাকাবাসীর দাবী এমন হীনচরিত্রের শ্বশুর শ্বাশুড়ির কঠিন দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করেছেন।
রানার বড়ভাই সোহাগ কে একাধিক বার রিং করেও পাওয়া যায় নি।
এব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ আসেনি এমনকি থানাতে কোন অভিযোগ ও দায়ের হয়নি।