
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | দেশজুড়ে | বক্স্ নিউজ | শিরোনাম | সারাদেশ » কুষ্টিয়া খোকসায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামী গ্রেফতার।
কুষ্টিয়া খোকসায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামী গ্রেফতার।
বিজয় নিউজ
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের অভিযানিক বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ দুপুর ৪টায়‘কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন মামুদানীপুর গ্রামস্থ ঝালুকাদহ প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-৫৮ পিচ মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী সোহেল (১৮), পিতা-মোঃ শফি মতব্বর, গ্রাম-মামুদানীপুর, থানা খোকসা, জেলা-কুষ্টিয়ার’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।