
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সারাদেশ » ভেড়ামারা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার মনোনয়নপত্র দাখিল
ভেড়ামারা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার মনোনয়নপত্র দাখিল
বিজয় নিউজ::
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিক বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার মনোনয়নপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এর নিকট দাখিল করেন। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম চুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, মুক্তিযুদ্ধো কমান্ডার এ্যাড আলম জাকারিয়া টিপু, এ্যাড সাইফুল ইসলাম রানা, আলম বিশ্বাস, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি অাকরাম হোসেন শামিম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অাব্দুল অাজিজ প্রমুখ নেতৃবৃন্দসহ শত শত নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন। সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেন, নৌকার জয় ছিনিয়ে আনতে দলীয় সকল নেতাকর্মীদের দলমত ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকা প্রতীকের বিপুল ভোটে জয় হবে বলে মন্তব্য করেন।