
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ
ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় ভোগ্যপণ্য সমবায় সমিতির খপ্পরে পড়ে ভুক্তভুগী নারীরা জীবন ও ঘর সংসার বাঁচাতে প্রতারনার টাকা উদ্ধারের দাবীতে বিক্ষোভ কর্মসুচি পালন করেন।
শনিবার সকাল ১১টায় শত শত নারী ডোমার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসুচি পালন করেন। এ সময় নারীদের মধ্যে পারুল আক্তার, রুপালী বেগম, হেলালী আক্তার, উম্মে হাবিবা, সালমা আক্তার, মারুফা বেগম, শিরিনা আক্তার, আরিফা বেগম, লাকী প্রমূখ বক্তব্য রাখেন। পরে তারা হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে অবস্থান নেয়।
উল্লেখ্য, ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতির কর্মী বানিয়ে বিভিন্ন লোভনীয় প্রস্তাবে হাজারো নারীকে কোটি টাকা হাতিয়ে নেয় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা। এরমধ্যে গত শনিবার ১২ ডিসেম্বর ৩৫ লাখ টাকা নিয়ে সংগঠনের ক্যাশিয়ারসহ দুইজন ট্রেইনার পালিয়ে যায়। ওই প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক নিজেরাই থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। এসময় হাজারো নারী কর্মী ও ভুক্তভুগী ডোমার থানায় উপস্থিত হয়ে টাকা ফেরতের দাবী জানান। সবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক কোটি টাকার চেক ও নগদ ছয় লাখ টাকা উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খানের নিকট জমা দেন এবং থানায় মুচলেকা দিয়ে মুক্ত হন সংগঠনের সভাপতি আদম মালিক ও পরিচালক মামুন রহমান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নূল হক মনুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরদিন সকাল থেকে সদস্যদের টাকা ফেরত দেওয়া কার্যক্রম শুরু করলে ওই দিন রাত ৯ টায় আদম মালিক ও মামুনকে অসুস্থ্য দেখিয়ে কিছু দূস্কৃতীকারীরা মিথ্যা নাটক সাজিয়ে তাদের তুলে নিয়ে যায়। সেই থেকে তারা দুজন আতœগোপন করেছে বলে একাধীক সদস্য জানান। বিষয়টি নিয়ে গত সোমবার ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে দুই ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে তারা। এসময় ডোমার দেবীগঞ্জ মহা সড়কে ট্র্যাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকে। শেষে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স অবরোধস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। আগামী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবরে স্বারক লিপি প্রদান করবেন বলে ভুক্তভুগীরা জানান।